টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতীতে ফ্যামিলি কার্ডধারীদে মাঝে নায্য মূল্যে টিসিবির পন্যের শুভ উদ্বোধন করা হয় পৌরসভা কার্যালয় এ পন্যের উদ্ভোধন করেন উপজেলা চেয়ারম্যান আনছার আলী বি কম রবিবার (২০ মার্চ) এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানটি উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন সভাপতিত্বে করেন।এতে আরো উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র নূরন্নবী সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, টিসিবির ডিলার আব্দুর রউফ। উল্লেখ্য একজন কার্ডধারী ১১০কেজি মূল্যে দুই লিটার সোয়াবিন তেল,৫৫টাকা দরে চিনি,৬৫টাকা দরে মুশুরীর ডাল সব্বোর্চ দুই লিটার ক্রয় করতে পারবেন। উপজেলার প্রতিটি ইউনিয়নে স্বল্প আয়ের কার্ডধারী মানুষ বাজার মূল্যে চেয়ে কম মূল্যে রমজান মাস পর্যন্ত টিসিবির পণ্য দুইবার ক্রয় করতে পারবেন।