বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৯ অপরাহ্ন

কালিহাতী বঙ্গবন্ধু টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজের ছাত্র/ছাত্রীরা সেশন জট নিরসনে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ। স্মারকলিপি প্রদান।

 

মোঃশরিফুল ইসলাম
, টাংগাইল প্রতিনিধিঃ-

গত ১৬ই মার্চ (বুধবার) দিনব্যাপী টাঙ্গাইলের কালিহাতিতে অবস্থিত বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে (বিটেক) চলছে তৃতীয় দিনের মতো শিক্ষার্থীদের আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি পালন করতে ক্লাশ বর্জন, অধ্যক্ষকে ভীতরে রেখে তালা দিয়ে অবরোধ করে রাখে । পরে তারা দফায় দফায় মিছিল করতে দেখা যায়। দাবী আদায়ে ৬ দফায় চত্ত্বরে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, শাহীন আলম, আনোয়ার হোসেন,কাজিমুদ্দিন, আবাফ হোসেন,বিপ্লব, সৈকত হোসেন, মেহেদী প্রমুখ।

বক্তরা বলেন, ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থীদের ৪ বছর মেযাদি আইডি কার্ডের মেয়াদ ৩১ জুন, ২০২১ শেষ হলেও ঐ সেশনের শিক্ষার্থীরা এখনো দ্বিতীয় বর্ষ পার করতে পারে নি। পরীক্ষা শেষ হওয়ার ৪৫ দিনের মধ্যে ফলাফল প্রকাশের কথা থাকলেও, আজ ৮৫ তম দিনেও লেভেল-২, টার্ম-১ এর পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় নি।
বিক্ষোভকারীরা আরো বলেন, গত পরীক্ষার ফলাফল প্রকাশ ও নতুন পরীক্ষার রুটিন প্রকাশের জন্য ৪/৫ বার কোর্স কোর্ডিনেটর, রেজিস্ট্রার ও প্রিন্সিপালের কাছে আবেদন করে, স্মারকলিপি দিয়েও কোনো কাজ হয়নি।

এক্ষেত্রে বারবার কলেজ প্রশাসনের মিথ্যা আশ্বাসের শিকার হয়ে বিক্ষোভে ফেটে পড়েন ১১ ও ১২ তম ব্যাচের দুই শতাধিক শিক্ষার্থী। বিটেকের শিক্ষার্থীদের এই ৩ থেকে ৪ বছরের সেশন জট ও ফলাফল প্রকাশের বিলম্বের জন্য একমাত্র কলেজ প্রসাশনের গাফিলতির অভিযোগ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এভাবে বছরের পর বছর সেশন জটে পড়লে তাদের চাকরির বয়স সীমা শেষ হয়ে যাবে এমন আশঙ্কায় সবার মাঝে হতাশা থেকেই এই আন্দোলনের সূত্রপাত ঘটে।
অনতি বিলম্বে লেভেল-২ টার্ম-১ ও লেভেল-১ টার্ম-১ পরীক্ষার ফলাফল প্রকাশ ও পরবর্তী পরীক্ষার রুটিন প্রদানের দাবীতে টানা ৩য় দিনের মতো ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি, মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা।

অন্যদিকে এক শিক্ষক বলেন, শিক্ষার্থীদের এসব অভিযোগ অস্বীকার করে কলেজের অধ্যক্ষ ইঞ্জিঃ বখতিয়ার হোসেন কলেজটি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) এর অধিভুক্ত হওয়ায় বুটেক্সের ধীরগতির কারণে ফলাফল প্রকাশে বিলম্ব হচ্ছে বলে পাল্টা মন্তব্য করেন।
অধ্যক্ষ ইন্জিঃ বখতিয়ার হোসেন অবরোধ থাকার কারনে, তার সাথে যোগাযোগ করা সম্ভাব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ