মোঃ শহিদুল ইসলাম
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা, শুক্রবার, ২৫ মার্চ, ২০২২: শুক্রবার বিকাল চারটায় দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি,মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও দৈনিক কালেরকন্ঠ পত্রিকার দেবীদ্বার প্রতিনিধি এবিএম আতিকুর ররহমান বাশার। এ সময় ভার্চুয়ালী বিএমএসএফ প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং কুমিল্লা জেলা সভাপতি জসিম উদ্দিন চাষী ও কেন্দ্রীয় নেতা শরীফ চৌধুরী যুক্ত হয়ে দিক নির্দেশনা প্রদান করেন।
সভায় সর্ব সম্মতিক্রমে দৈনিক আমাদের নতুন সময়ের কুমিল্লা (উঃ) জেলা প্রতিনিধি মোঃ শহিদুল ইসলামকে সভাপতি ও ডেইলি সিটিজেন টাইমের জেলা প্রতিনিধি সৈয়দ রাজিব আহমেদকে সাধারন সম্পাদক.দৈনিক সংবাদের হোমনা প্রতিনিধি মো. আবুল কাশেমকে সহ-সভাপতি এবং মাইটিভি দেবীদ্বার প্রতিনিধি সোহেল রানা সোহাগকে সাংগঠনিক সম্পাদক করের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
আগামী ১৫ দিনের মধ্যে পূর্নাঙ্গ তালিকা প্রণয়ন করে কেন্দ্রে পাঠানো সহ কেন্দ্রীয় ও কুমিল্লা নেতৃবৃন্দের উপস্থিতিতে কমিটির পরিচিতি সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
নেতৃবৃন্দ বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবী আদায়ের আন্দোলনকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।