স্টাফ রিপোর্টোরঃ
নোয়াখালী পৌর এলাকার মাইজদী হাউজিং এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা (মিশুক) চাপায় সামিউল ইসলাম নাদিম (৬) নামের এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে হাউজিং সেন্ট্রাল সড়কের লেবুর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সামিউল ইসলাম নাদিম জেলার চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের দেলিয়াই গ্রামের প্রবাসী নজরুল ইসলামের ছেলে। সে হাউজিং ইকরা মডেল মাদরাসার নার্সারি শ্রেণির ছাত্র।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আনোয়ারুল ইসলাম জানান, হাউজিং সেন্ট্রাল সড়কের এক বাসায় ভাড়া থাকতো নাদিমের পরিবার। প্রতিদিনের মতো সকালে মাদরাসায় যায় নাদিম। সাড়ে ১১টার দিকে মাদরাসা ছুটির পর বাসা যাচ্ছিল সে। পথে লেবুর দোকান এলাকায় সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে সড়কের পাশে ছিটকে পড়ে গুরুত্বর আহত হয় নাদিম। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবগত করেনি। এরপরেও নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।