বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৫:২৫ পূর্বাহ্ন

চাটখিলে এক্টিভ ফাউন্ডেশানের উদ্যেগে কুইজ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

 

স্টাফ রিপোর্টোরঃ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে চাটখিলে একটিভ ফাউন্ডেশানের উদ্যোগে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বিষয়ের উপর স্কুল শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মলংমুড়ীতে অনুষ্ঠিত এই কুইজ প্রতিযোগীতা শেষে বিজয়ীদের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার তুলে দেন চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও এক্টিভ গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।
উক্ত কুইজ প্রতিযোগীতায় মাধ্যমিক বিদ্যালয়ের ১৭শ শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে কামালপুর এম এ হাশেম উচ্চ বিদ্যালয়ের আরিফা জাহান বেলাল প্রথম স্থান অধিকার করে একটি ল্যাপটপ, পাল্লা মাহবুব উচ্চ বিদ্যালয়ের ইয়াছিন আরাফত ২য় স্থান অর্জন করে নগদ দশ হাজার টাকা এবং কামালপুর এম এ হাশেম উচ্চ বিদ্যালয়ের সানজিদা মরিয়ম ৩য় স্থান অর্জন করে নগদ ৫ হাজার টাকা পুরস্কার লাভ করে। এছাড়া দশ জন শিক্ষার্থীকে ২ হাজার টাকা করে পুরস্কার হিসেবে প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ