বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫২ অপরাহ্ন

চাটখিলে গাঁজাসহ এক ভাঙ্গারী ব্যবসায়ী আটক

 

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল উপজেলায় ২শ ৫০ গ্রাম গাঁজাসহ একজন পরিত্যক্ত লোহা ও টিন ক্রেতা (ভাঙ্গারী ব্যবসায়ী) কে আটক করেছে পুলিশ।
রবিবার দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পরানপুর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
আটককৃত ইসমাইল হোসেন বাবু (৩০) লক্ষীপুর রামগঞ্জ উপজেলার উদয়পুর (মফিজ উদ্দিন বেপারী বাড়ির) ডাঃ আবুল কাশেম এর ছেলে।
স্থানীয়রা জানান, আটককৃত বাবু একজন ভ্রাস্যমান ব্যবসায়ী। সে গ্রামে ভ্যান গাড়ী নিয়ে ঘুরে ঘুরে পরিত্যক্ত লোহা ও টিন জাতীয় সামগ্রী ক্রয় করে থাকে। রোববার দুপুরে পরানপুর গ্রামের কয়েকজন যুবক তাকে গাঁজাসহ আটক করে স্থানীয় ইউপি মেম্বারের মাধ্যমে পুলিশকে খবর দেয়।

স্থানীয় মেম্বার জাফর ইসলাম জানায়, স্থানীয় রিপাত এবং হাসানসহ কয়েকজন যুবক গাঁজাসহ এক ভাঙ্গারী ব্যবসায়ীকে আটক করে আমাকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের কে বিষয়টি জানালে তিনি পুলিশ পাঠিয়ে গাঁজাসহ ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।

আটককৃত যুবক ইসমাঈল হোসেন বাবু দাবী করেন,তাকে খবর দিয়ে এনে ষড়যন্ত্রমূলকভাবে গাঁজা দিয়ে পুলিশে তুলে দিয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের আটকের সত্যতা নিশ্চিত করে বলেছেন,আমি জেনেছি তাকে স্থানীয় জনতা আটক করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ