চাটখিল প্রতিনিধিঃ ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুন প্রজন্মের সমাজের সেবক হিসেবে মানুষের মাঝে নিজেকে বিলিয়ে দিতে চান সমাজ সেবক নাদিম মাহমুদ।
চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালী জেলার চাটখিল উপজেলা নোয়াখলা ইউনিয়ন ৪ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হয়ে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সকাল থেকে ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানুষের মাঝে নিজেকে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
নাদিম মাহমুদ নোয়াখালী চৌমুহনী কলেজ স্নাতক, ও নোয়াখালী সরকারি কলেজ থেকে মাষ্টার্স সম্পন্ন করেন।
তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হলে ইউনিয়ন সনদ গুলো সরকারি ফি ছাড়া মানুষের মাঝে সেবা দিবেন। মাধকের বিরুদ্ধে জনসচেতনতা সহ শক্ত অবস্থান নিয়ে মাধক মুক্ত সমাজ, স্কুল, কলেজ, মাদ্রাসায় উন্নয়নে সরকারের দেওয়া সুযোগ সুবিধা প্রধান করবেন বলে জনগণের কাছে আশ্বাস দিচ্ছেন।
একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, তিনি নির্বাচিত হলে নিজের দেওয়া প্রতিশ্রুতি যথাযথ দায়িত্ব পালনে অব্যাহত থাকবেন। সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।