শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৬:২৩ পূর্বাহ্ন

চাটখিলে মানব সেবা সংঘ সিংবাহুড়া এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ।

 

স্টাফ রিপোর্টোরঃ

চাটখিলে বহুল আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন মানব সেবা সংঘ সিংবাহুড়া এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ৬ এপ্রিল সকালে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সিংবাহুড়া গ্রামে সংগঠনের অফিস কার্যালয়ে এলাকার হতদরিদ্র ২৩০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনটি গত কয়েক বছর ধরে সামাজিক সংগঠনের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে বিভিন্ন সেবা দিয়ে থাকেন। গরিব মেয়েদের বিয়ে, মসজিদ, মাদ্রাসা, চিকিৎসা সেবা ও সমাজের অবহেলিত মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন।

ইফতার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ মনির হোসেন, সাধারণ সম্পাদক, মুরাদ হোসেন, সম্পাদক আজিজ চৌধুরী, অর্থ সচিব মোরশেদ আলম, আশিকুল ইসলাম মান্না, মোঃ রিদয়, ইনসান মুন্সি, শিশির, সোহান সহ অন্যান্য সদস্যবৃন্দ ও এলাকায় সামাজিক ব্যক্তিবর্গ।

সকাল থেকে সংগঠনের সদস্যরা মানুষের বাড়িতে গিয়ে ইফতার সামগ্রী প্যাকেট তুলে দেন।
সংগঠনের সভাপতি জানান, দেশ বিদেশ থেকে যারা আর্থিক ভাবে সহযোগিতা করেছেন, যারা মেধা এবং সংগঠনের সদস্যরা পরিশ্রম দিয়ে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ