বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৪:২৩ পূর্বাহ্ন

জাতীয় শ্রমিকলীগ তালা উপজেলা শাখার সম্মেলন- ২০২২ অনুষ্ঠিত

 

জহর হাসান সাগরঃ

সাতক্ষীরার তালা উপজেলার জাতীয় শ্রমিকলীগ এর আয়োজনে জাতীয় শ্রমিকলীগ সম্মেলন- ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৪টা সময় তালা শিল্পকলা একাডেমীর মাঠ চক্রে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল করিম সাবু, সভাপতি, জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখা, সম্মানিত অতিথি সৈয়দ ফিরোজ কামাল শুভ, যুগ্মসাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, সাতক্ষীরা জেলা শাখা, শেখ নুরুল ইসলাম, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ তালা উপজেলা শাখা, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল জব্বার, সভাপতি জাতীয় শ্রমিক লীগ, তালা উপজেলা শাখা, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা এম, এ খালেক, সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখা, আমন্ত্রণ অতিথি ঘোষ সনৎ কুমার, সাধারণ সম্পাদক বাংলাদেশের আওয়ামী লীগ , তালা উপজেলা শাখা, বিশেষ অতিথি, জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সম্পাদক জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখা, অনুষ্ঠান টি পরিচালনা করেন জি, এম , শফিউর রহমান ডানলপ।


এছাড়া উপস্থিত ছিলেন তালা উপজেলা ৭ টি ইউনিয়নের জাতীয় শ্রমিক লীগ এর সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন নেতা কর্মী প্রমুখ ।
এবং অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে তালা উপজেলা ৩ বছরের জন্য নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি দেন ৫১ জন কাউন্সিলর করেন এরমধ্যে সভাপতি পদে প্রতিযোগিতা করেন, মোঃ সেলিম গাজী,ও আব্দুল জব্বার, এবং সাধারন সম্পাদক পদে একজন প্রতিযোগিতা করেন, এবং বিনা প্রতিযোগিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন শফিউর রহমান ডানলপ , এবং আব্দুল জব্বার ও সেলিম গাজী সভাপতি পদে প্রতিযোগিতা করেন এর মধ্যে ৩০ ভোট পেয়ে সভাপতির পদে জয়ী হন সেলিম হোসেন । সাতক্ষীরা জেলা কমিটি নির্দেশে আগামী তিন বছরের জন্য তালা উপজেলা নতুন কমিটি ঘোষণা করা হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ