মেহেদি হাসান মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) জয়ের ধারা অব্যাহত আছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের।
লিগে নিজেদের পঞ্চম ম্যাচে আজ মোহামেডান ৯৪ রানে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জকে। প্রথম ম্যাচ হারের পর টানা চতুর্থ জয়ের স্বাদ পেল মোহামেডান। ব্যাট হাতে ২৫ রান ও বল হাতে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন মিরাজ। এই জয়ে ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে রয়েছে মোহামেডান। সমানসংখ্যক ম্যাচে ৮ করে পয়েন্ট আছে আবাহনী লিমিটেড ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের। মোহামেডানের চেয়ে রান রেটে এগিয়ে শীর্ষে আবাহনী ও দ্বিতীয়স্থানে রয়েছে গাজী গ্রুপ। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে মোহামেডানের মুখোমুখি হয় লিজেন্ডস অব রূপগঞ্জ। এ ম্যাচ হেরে টেবিলের চতুর্থস্থানে নেমে গেল তারা। ৫ ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ।
মিরপুর শেরে জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৫ বলে ৪৮ রানের সূচনা করে মোহামেডান। গত দুই ম্যাচে সেঞ্চুরি করা মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল এবার ৬টি চারে ২৮ রান করেন। আরেক ওপেনার রনি তালুকদার ৭টি বাউন্ডারিতে ৩৬ রানে আউট হন।
৭৭ রানের মধ্যে মোহামেডানের দুই ওপেনারের বিদায়ের পর তৃতীয় উইকেটে ৬৩ রান যোগ করেন মাহিদুল ইসলাম অঙ্কন ও তাওহিদ হৃদয়। অঙ্কন ৪২ রানে আউট হলে হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে থামেন হৃদয়। ৩টি চার ও ২টি ছক্কায় ৭৬ বলে ৬৬ রান করেন হৃদয়।
মিডল অর্ডারে মুশফিকুর রহিম ১ ও আরিফুল ইসলাম ১৫ রানে আউট হলে বড় সংগ্রহের সম্ভাবনা শেষ হয়ে যায় মোহামেডানের। শেষদিকে মিরাজের ২৬ বলে ২৫ ও মোহাম্মদ সাইফুদ্দিনের অপরাজিত ১৯ রানের কল্যাণে ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৩ রানের লড়াকু সংগ্রহ পায় মোহামেডান।