জহর হাসান সাগর
সাতক্ষীরার তালায় অজ্ঞাত এক ব্যক্তির (৭০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটী গ্রামের একটি পুকুর থেকে এই লাশটি উদ্ধার করা হয়। তবে লাশের চোখে ক্ষতচিহ্ন দেখা গেছে।
এলাকাবাসী জানায়, বেশ কয়েকদিন ধরে লোকটি এলাকায় ঘোরাফেরা করতো। তাকে কেউ চিনতো না। বৃহস্পতিবার দুপুরের দিকে কৃষ্ণকাটী গ্রামের একটি পুকুর থেকে এই পরিচয় হিন ব্যক্তির লাশটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি।