গত ১৬ ও ১৭ এপ্রিল বেশ কয়েকটি অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় ছাত্রদল সভাপতি কর্তৃক প্রবাসীর স্ত্রী অপহরণ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে ভালুকার ডাকাতিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি কাউসার আহমেদ হৃদয় তালুকদার ও তার পরিবার। এছাড়া ভালুকা মডেল থানায় দায়েরকৃত অভিযোগটিও সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে দাবী করেছেন তার পরিবারের সদস্যরা। হৃদয় তালুকদারের পারিবারিক সূত্রে জানা গেছে, অভিযোগে উল্লেখিত ববিতা আক্তারকে অপহরণ দূরে থাক হৃদয় ঘটনার দিন বাড়িতে ছিলেন না। সেদিন ববিতা আক্তার নিজেই হৃদয়দের বাড়িতে গিয়েছিলেন এবং কিছু সময় অবস্থান করে ফিরে আসেন। ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদে থাকা ও বিরোধীদলীয় রাজনীতির সাথে যুক্ত থাকায় হৃদয়কে এই ঘটনায় ফাঁসানো হয়েছে বলে দাবী হৃদয়ের পরিবারের। সেইসাথে আইনশৃঙ্খলা বাহিনী এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সঠিক আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এই প্রত্যাশা তাদের। মিথ্যা এই মামলাকে আইনগত ভাবে মোকাবেলার কথাও জানান তারা। এই বিষয়ে ববিতা আক্তার বা অভিযোগকারী তার মা নাজমা আক্তারের বক্তব্য পাওয়া যায়নি।