শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৪:৪৯ পূর্বাহ্ন

ফেনীতে উদয় পত্রিকার ১০ম বর্ষপুর্তি উদযাপিত

 

মোঃ শহিদুল ইসলাম
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

নানা আয়োজনে ২৬ মার্চ শনিবার সন্ধ্যা সাতটায় ফেনীর সাপ্তাহিক উদয় পত্রিকার দশম বর্ষপূর্তি স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে উদযাপিত হয়। পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফেনী জেলার সভাপতি এমএ সাঈদ খানে’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী ২ আসসের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এমপি। বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম আল মাহমুদ উল হাসান ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, বিএমএসএফের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান, যুগ্ম-সম্পাদক নান্টু লাল দাস, উদয় পত্রিকার আইন উপদেষ্টা ও বিএমএসএফ’র ফেনী জেলা কমিটির আইন উপদেষ্টা এ্যাড জাহাঙ্গীর আলম নান্টু, চট্টগ্রাম জেলা বিএমএসএফের কেএম রুবেল, বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফেনী জেলার নির্বাহী সদস্য কাজী সালাউদ্দিন নোমান, প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, রিপোটার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী সদস্য শাহজালাল রতন,ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আত্তার, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাফর সেলিম, যুগ্ন সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন পাটোয়ারী, বিএমএসএফ’র ফেনী জেলার সদস্য আবুদল কাইয়ুম নিশান,সদস্য মোশাররফ হোসাইন, রেজাউল করিম রাজু, সদস্য নাছির উদ্দীন প্রমুখ

পত্রিকাটির বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত বক্তারা পত্রিকাটির সমৃদ্ধি সহ সকল কলাকৌশলী সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের শুভ কামনা করে বস্তুনিষ্ঠ ও সততার সাথে সাংবাদিকতা করার জন্য আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ