June 18, 2025, 7:10 am

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ পেছাতে পারে

ভারত-পাকিস্তানের রাজনৈতিক সংঘাত বিশ্ব ক্রিকেটেও প্রভাব ফেলতে শুরু করেছে। ইতোমধ্যে স্থগিত করা হয়েছে দুটি দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল ও পিএসএল। এবার আন্তর্জাতিক ক্রিকেটের সূচিতেও বদল আসতে যাচ্ছে। বাংলাদেশের সঙ্গে ভারতের সিরিজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল আগেই। পেছাতে পারে বাংলাদেশ-পাকিস্তান সিরিজও। যা আগামী ২৫ মে থেকে শুরু হওয়ার কথা ছিল।

ভারতের সঙ্গে সৃষ্ট সংঘাতময় পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কায় প্রথমে সংযুক্ত আরব আমিরাতে পিএসএল সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পিসিবি। পরবর্তীতে তারা আসরের বাকি আট ম্যাচ স্থগিত করার ঘোষণা দেয়। কবে নাগাদ আবারও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি মাঠে গড়াবে সেটি এখনও নিশ্চিত নয়। পূর্ব-নির্ধারিত সূচি পিএসএলের ফাইনাল হওয়ার কথা ছিল ১৮ মে। কিন্তু অদ্ভুত পরিস্থিতিতে সেটি আর সম্ভব নয়।

নিশ্চিতভাবেই পিএসএল পেছানোর প্রভাব পড়তে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজে। পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২১ মে পাকিস্তানে পা রাখার কথা ছিল টাইগারদের, আপাতত তা আর সম্ভব নয়। এর আগেই অবশ্য আরব আমিরাতে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আছে বাংলাদেশের। এরপর সূচি অনুযায়ী পাকিস্তান সিরিজ শুরুর কথা থাকলেও, এই লড়াই পেছানোর আভাস দিয়েছে দেশটির সংবাদমাধ্যম। নিরাপত্তা ইস্যুতে দুই দেশের ক্রিকেট বোর্ডই যোগাযোগ অব্যাহত রেখেছে।

সিরিজ পেছালেও বাতিলের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পিসিবির আন্তর্জাতিক বিভাগের পরিচালক উসমান ওয়াহলা। পিসিবির এই কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘সিরিজের এখনও প্রায় দুই সপ্তাহ বাকি। তাই আমরা এখনই কোনো শঙ্কার কিছু দেখছি না। এখনও এমন কোনো পরিস্থিতি হয়নি যাতে তা বন্ধ করতে হয়। আমরা বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে আশাবাদী এবং নিয়মিত বোর্ড টু বোর্ড যোগাযোগ হচ্ছে।’



ফেসবুক
ব্রেকিং নিউজ