শোয়েব হোসেন
গতকাল 31 শে মার্চ বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে বাংলাদেশ হকার্স পরিষদের উদ্যোগে রেশন ও সম্মাননা প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার বিকেল চার ঘটিকায় আলোচনা সভা ও শেষ পর্যায়ে রেশন ও সম্মাননা প্রদান করা হয়। জানা যায় এটি ভ্রাম্যমান হকারদের একমাত্র জাতীয় সংগঠন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা জননেতা হাসানুল হক ইনু ,এমপি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণপরিবহন এবং হকার্স সেক্টরের জাতীয় নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মীর হোসাইন আক্তার সভাপতি, বাংলাদেশ ভ্রাম্যমান হকার্স পরিষদ ,কেন্দ্রীয় কমিটি। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন শহীদুল ইসলাম শহীদ সাধারণ সম্পাদক, বাংলাদেশ ভ্রাম্যমান হকার্স পরিষদ, কেন্দ্রীয় কমিটি। অনুষ্ঠানে আলোচনার মাধ্যমে হকারদের দাবি-দাওয়া সংসদে উত্থাপন করার আশ্বাস প্রদান করা হয়।