বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়ন এর ০৯ নং ওয়ার্ডের মিঞা মোঃ: আইনুল সমির কেসিকে আজাহার আলি মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ডেপল্পমেন্ট করার জন্য ৮১ লক্ষ টাকা বরাদ্দ হয়,বরাদ্দকৃত টাকার চলমান কাজের রড সিমেন্ট চুরি করতে যাওয়ায় রাতে পাহারাদারের চোখে পড়ে তখন পাহারাদার কে দেখে দৌড় দিলে রড ও ইটের সাথে হোঁচট খেয়ে পরে যায়। নিজেকে রক্ষা করতে যেয়ে হোচট খেয়ে পরে আহত হন বলে দাবি করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক বলেন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি দেখে ষড়যন্ত্রে মেতে উঠেছেন প্রতিপক্ষ। একটা সূত্র জানায় ২০০১ সালে একয়ই প্রতিষ্ঠানে ভবন নির্মাণে কাজ চলা কালিন ফেরদৌস নামক এক কন্টাক্ট ম্যানের বরাদ্দকৃত সরকারি কাজের রড সিমেন্ট চুরি করতে যাওয়ায় ১০০ বস্তা সিমেন্ট চুরি করায় অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের মাধ্যমে সমঝোতার ভিত্তিতে সমির কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সমির মিয়ার আহত হওয়ার ব্যাপারে এলাকার লোকজন প্রশাসনের কাছে সঠিক তদন্ত সাপেক্ষে সত্যতা নিশ্চিত করার জোর দাবি করেন। অন্যথায় নীরহ মানুষ যেন মিথ্যা অভিযোগে দোষী সাব্যস্ত না হন।