বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:২২ পূর্বাহ্ন

বিএমএসএফের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

 

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

ঢাকা বুধবার ১৭ মার্চ ২০২২ খ্রিঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) উদ্যোগে ভার্চূয়াল সভায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিবস ও শিশু দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টায় ভার্চুয়াল এ সভায় সারাদেশের সাংবাদিক নেতৃবৃন্দ অংশ নেন।

বিএমএসএফের কেন্দ্রীয় কমিটির নব-নির্বাচিত সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

তিনি বলেন ১৭ মার্চ, ১৯২০ সালের এই দিনে রাত ৮টায় তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন শেখ বংশের আদরের ‘খোকা’। সেই খোকাই ধীরে ধীরে হয়ে উঠেছিলেন বাঙালির ‘মুজিব ভাই’, ‘বঙ্গবন্ধু’ এবং জাতির পিতা। শেখ লুৎফর রহমান এবং সায়েরা খাতুন দম্পতির তৃতীয় সন্তান ‘খোকা’ পরবর্তী সময়ে হয়ে ওঠেন নির্যাতিত-নিপীড়িত বাঙালি জাতির মুক্তির দিশারী। গভীর রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ ও জনগণের প্রতি অসাধারণ মমত্ববোধের কারণে হয়ে ওঠেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের ট্রাস্টি সদস্য রফিকুল ইসলাম মীরপুরী, সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, সাইদুর রহমান বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান, মোশারফ হোসেন নীলু, আবুল খায়ের খান, সাংগঠনিক সম্পাদক হাসনাত তুহিন, সহ-সাংগঠনিক সম্পাদক মো: শহীদুল্লাহ, নারী সম্পাদক সানজিদা আক্তার, আসমা আকতার, শাওন বাঁধন, শিশু বিষয়ক সম্পাদক সুস্মিতা আহমেদ জেরিন, কেন্দ্রীয় সদস্য বুলেট আকন,
ঢাকা জেলা উত্তরের সাধারণ সম্পাদক এম সোলায়মান, সাংগঠনিক সম্পাদক মিরাজ টেকনাফের সম্পাদক শেখ রাসেল, রাজবাড়ী শাখার সদস্য সচিব কবির হোসেন, নওগাঁর সহ-সভাপতি খোরশেদ আলম প্রমুখ।

নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় দূর্ণীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ