বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৫:৩৪ পূর্বাহ্ন

বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে নিজদেশে ফিরলেন ৫ ভারতীয় নাগরিক।।

মোঃ মাহবুব হোসেন মেজর দিনাজপুর জেলা প্রতিনিধি -ঃ বাংলাদেশে ২ থেকে ৭ বছর কারাভোগের পর দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে নিজ দেশে ফিরে গেলেন ৫ জন ভারতীয় নাগরিক। অবৈধ অনুপ্রবেশের দায়ে এসব ভারতীয় নাগরিকরা নওগাঁ ও দিনাজপুর সীমান্ত রক্ষিবাহিনী বিজিবির হাতে আটক হয়। আটককৃতরা, ভারতের বর্ধমান জেলার ভাতা থানার গর্ধমানমারী গ্রামের নরেন হাসদার ছেলে সামিউল হাসদা, একই এলাকার মন্টু মর্মুর স্ত্রী শান্তনা মর্মু, মুর্শিদাবাদের সাগরদিঘির চোরগাছি গ্রামের একরাম মার্ডির ছেলে রুবেল মার্ডি, ভারতের দক্ষিণ দিনাজপুরের ভারত হিলির উস্টেটের হোপনার ছেলে লিপলাল ও আসামের ডবুরি থানার কোকরাডাঙ্গা গ্রামের শহিদুর রহমানের ছেলে নুর আমিন শেখ। গত বুধবার (২০ এপ্রিল) দুপুর ১২ হিলি চেকপোস্টে ভারতের ইমিগ্রেশন ওসির হাতে আটককৃদের তুলে দেন হিলি ইমিগ্রেশন ওসি মোঃ বদিউজ্জামান ।বিষয়টি নিশ্চিত করেন, হাকিমপুর (হিলি) থানা অফিসার ইনচার্জ খায়রুল বাশার শামীম জানান, নওগাঁয় অবৈধ অনুপ্রবেশর দায়ে সীমান্ত রক্ষাবাহিনী বিজিবির হাতে তিনজন আটক হয়। পরে আটককৃতরা ২ বছর ২ মাস সাজাভোগ করে।এদিকে একই অপরাধে দিনাজপুর সীমান্তে দুই জন বিজিবির হাতে আটক হয়। আসামিরা দিনাজপুর জেলখানায় প্রায় ৭ বছর সাজাভোগ করার। পর আজ তাদের ভারত হিলি ইমিেেগ্রশন কর্মকর্তা হাতে তুলে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ