নিজস্ব প্রতিবেদনঃ অদ্য ইং ২৮/০৩/২০২২ তারিখ কাউনিয়া থানাধীন বিসিক শিল্প নগরী এলাকার বিস্কুট ফ্যাক্টরির পশ্চিম পাশে মোরে রাস্তার উপর হইতে কাউনিয়া থানার অভিযান পার্টির অভিযানে মোহাম্মদ হৃদয় শিকদার (২০) পিতা-মৃত মাহবুব সিকদার মাতা- মোসাম্মৎ রিনা বেগম গ্রাম- ছত্রকান্দা থানা ও জেলা- ঝালকাঠি সদর বর্তমান ঠিকানা- হাটখোলা চরমোনাই ট্রলারঘাট বরিশাল কে ৬৪০ পিচ ইয়াবা ট্যাবলেট(মাদক) সহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে কাউনিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।