লালমোহন প্রতিনিধিঃ
ভোলা লালমোহনের সকলের পরিচিত বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সামিরুল ইসলাম বাপ্পী এর থানার সামনে মেসার্স নাবা ইলেকট্রনিক্স এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৬’ই মার্চ বাদ আছর থানার সামনে দোয়া মাহফিলের মধ্য দিয়ে ভিগো শোরুম মেসার্স নাবা ইলেকট্রনিক্স এর শুভ উদ্বোধন করা হয়, মেসার্স নাবা ইলেকট্রনিক্স ডিস্টিবিউটর পয়েন্ট অবঃ ভিগো এর স্বত্বাধিকারী মোঃ সামিরুল ইসলাম বাপ্পি ভিগো শোরুম এর প্রোপাইটার।
এসময় উপস্থিত ছিলেন, লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ, বাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মোঃ মোস্তফা মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজ পঞ্চায়েত ও একাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত মেসার্স নাবা ইলেকট্রনিক্স ডিস্টিবিউটর পয়েন্ট অবঃ ভিগো শোরুমে ইলেকট্রনিক্স, টিভি, ফ্রিজ, এসি, এয়ার কুলার, ওয়াশিং মেশিন, প্রেসার কুকার, বেলেন্ডার, গ্যাসের চুলা, রাইস কুকার, কারি কুকার সহ সকল ইলেকট্রনিক সামগ্রী পাইকারী ও খুচরা মূল্যে বিক্রি করা হয় এবং ভিগো ডিস্ট্রিবিউটর পয়েন্টের বিভিন্ন পণ্য নগদ ও সহজ কিস্তিতে প্রদান করা হয়।