রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৩:২৩ পূর্বাহ্ন

সাংবাদিকদের ১৪ দফার বিকল্প নেই: চট্টগ্রামে বিএমএসএফের কাউন্সিলে বিশিষ্টজন

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রাম, শনিবার, ২ এপ্রিল ২০২২: সাংবাদিকদের ১৪ দফার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএমএসএফের কাউন্সিলে অংশগ্রহনকারী বিশিষ্টজনরা। তারা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবি মেনে নেবার জন্য সরকার ও গণমাধ্যমসমুহের নিকট দাবি তোলেন।

শুক্রবার চট্টগ্রাম জেলা বিএমএসএফের বার্ষিক কাউন্সিলে একথা বলেন। বিকাল ৩টায় চট্টগ্রাম মহানগরীর হিল টাউন রেসিডেন্সের হলরুমে অনুষ্ঠিত কাউন্সিলে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফর নেতৃবৃন্দের প্রস্তাব-সমর্থনের ভিত্তিতে এ কমিটি ঘোষণা করেন।

চট্টগ্রাম জেলা বিএমএসএফ আহবায়ক কেএম রুবেলের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। দিলরুবার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক পানি সম্পদ ও ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ। উদ্বোধনী বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন।

প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ মুসলিম খান, বিএমএসএফের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান, বিএমএসএফের স্থায়ী কমিটির সদস্য মঞ্জুর হোসেন ঈসা, মাজহারুল ইসলাম তোহা চৌধুরী সাবেক চাকসু ভিপি সাবেক এমপি মাজহারুল ইসলাম তোহা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র’ কেন্দ্রীয় সহ-সভাপতি এমএ সাইদ খান, সাংগঠনিক সম্পাদক হাসনাত তুহিন, সহ-সাংগঠনিক সম্পাদক ফয়সাল আজম অপু, নির্বাহী সদস্য কাজী সালাউদ্দিন নোমান, মোঃ শহীদুল ইসলাম প্রমুখসহ চট্টগ্রাম বিভিন্ন জেলার বিএমএসএফ নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ