আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-
নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালী সুবর্ণচর উপজেলায় বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ৯টা ১৫ মিনিটের সময় উপজেলা পরিষদের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা প্রশাসন, চর জব্বার থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি, ফায়ার সার্ভিস, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
পরে উপজেলা শিল্পকলা একাডেমিতে শিশু ও অতিথিদের নিয়ে কেটে আনুষ্ঠানিক ভাবে দিনের নানা কর্মসূচি সূচনা করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা। আলোচনা সভা, হামদ, নাত, কিরাত, বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা, প্রতিবন্ধিদের কার্ড বিতরণ এবং পুরস্কার বিতরণের আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতি সর্ববিদ্যার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার, উপজেলা ভূমি কর্মকর্তা মো.আরিফুর রহমান, কৃষি কর্মকর্তা হারুন অর রশীদ, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মোবারক, প্রকল্প কর্মকর্তা কাউসার আহমেদ, বন কর্মকর্তা মোশাররফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মুহিতুল ইসলাম, ১ নং চর জববার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এডঃ ওমর ফারুক, ৩ নং চর ক্লার্ক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. আবুল বাসার, ৫ নং চর জুবলী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবদুল্যা আল মামুন(জাবেদ) সুবর্ণচর উপজেলা প্রেসক্লাব সভাপতি বাবু লিটন চন্দ্র দাস, ইসলামিক ফাউণ্ডেশনের কর্মকর্তা মো. হানিফ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ৷
দিবসটি উপলক্ষে উপজেলার প্রতিটি দপ্তরের আয়োজনে সেবা প্রদর্শনী স্টল করেছে সুবর্ণচর উপজেলা প্রশাসন। এ আয়োজন চলবে ২৩ মার্চ পর্যন্ত।