স্থানঃ ২৮ বীর রুমা জোনের আওতাধীন রাইক্ষ্যিয়াংলেক আর্মি ক্যাম্পের জাংগ্রী পাড়া ও শেফ্রুপাড়ার মধ্যবর্তী স্থান।
বিবরণঃ আজ ১৪২০ ঘটিকায় আনুমানিক ২২২০ ঘটিকার সময় ২৮ বীর রুমা জোনের আওতাধীন রাইক্ষ্যিয়াংলেক আর্মি ক্যাম্প হতে বিজেও-৬৬৩৪০ সিঃওয়াঃঅফি- হাবিব স্যারের নেতৃত্বে(১১ আর্মি এবং ৪ আনসার) জেইংগ্যা পাড়া এবং শেফ্রুপাড়া এলাকায় একটি স্পেশাল পেট্রোলে গমন করে।উক্ত পেট্রোলের উপর আনুমানিক ২২২০ ঘটিকায় জেএসএস (মুল) সশস্ত্র সন্ত্রাসী দল হামলা করে।এ ঘটনায় বিজেও-৬৬৩৪০ সিঃওয়াঃঅফি- হাবিবুর রহমান এর মাথায় এবং সেনা নং-৪৫২৩০১০ সৈনিক ফিরোজ হোসেন এর পায়ে গুলি লাগে।আহত সিঃওয়াঃঅফি- হাবিব স্যারের কন্ডিশন খুবই সিরিয়াস(বর্তমানে সম্পূর্ণ অচেতন) এবং সৈনিক ফিরোজ অচেতন হওয়ার উপক্রম।তার ব্লিডিং বন্ধ হয়েছে কিন্তুু রক্তশূন্যতার কারণে তার শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে।ঘটনাস্থলে ২৮ বীরের সিও গমন করেছেন স্যার।
ঘটনাস্থলে তিনটি লাশ ও একটি অস্ত্র পাওয়া গেছে বলে জানা যায় স্যার।
বর্তমানে সেনাটহলের নেতৃত্বে রয়েছেন সার্জেন্ট আমিনুল ইসলাম স্যার।
বিষয় টি আপনার সদয় অবগতির জন্যে প্রেরণ করা হলো।
এফআইইউ বান্দরবন।