জহর হাসান সাগর
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বাদুড়িয়া এলাকার মসজিদের পাশ থেকে তেলা ঘুঘু শিকার কালে এক পেশাদার পাখি শিকারী কে হাতেনাতে আটক করেছে সেভ ওয়াইল্ড লাইফ সংগঠনের সদস্যরা।
শনিবার ( ৫ মার্চ) দুপুর ১২টার সময় তাকে আটক করা হয় । আটক কৃত পাখি শিকারি হলেন যশোর জেলার কেশবপুর উপজেলার পাচারই গ্রামের রহমান মোড়ল (৪০) পিতার শামসের মোড়ল।
এ বিষয়ে সেভ ওয়াইল্ড লাইফ এর অন্যতম সদস্য শেখ সোহেল রানা তপু জানান। যে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম একটি অনুষ্ঠানে যাওয়ার সময় দেখতে পাই যে একটি লোক মাঠের মধ্যে ঘুঘু পাখি শিকার করছে আমি সঙ্গে সঙ্গে তাকে আটক করি এবং স্থানীয় লোক দের কে উপস্থিত করি পরবর্তী পাখি শিকারি তার ভুল স্বীকার করেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সুপারিশে তাকে সাধারণ ক্ষমা করে দেওয়া হয়। ও এলাকার মানুষের উপস্থিতিতে ঘটনা স্থানে পাখি টি কে অবমুক্ত করা হয়। এবং তিনি অঙ্গীকার করেন যে পরবর্তীতে আর কোন দিন পাখি শিকার করবেন না।