স্থানীয় সূত্রে জানা যায় যে, দুই বন্ধু রুপম এবং নিসাদ বিকেলে মোটরসাইকেল মেরামত করার জন্যে মির্জাপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিন্তু তাদের এ যাত্রায় যে মৃত্যুরকাল হয়ে আসবে তা হয়তো কারও জানা ছিল না।মির্জাপুর যাওয়ার মাঝ পথে অর্থাৎ উওর রোয়াইল এর প্রধান সড়কে চলন্ত ট্রকের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই রুপম মারা যায়। আশঙ্কা জনক অবস্থায় নিসাদকে মির্জাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 😢😢দুই বন্ধুর অকাল মৃত্যুতে আমরা উয়ার্শী ইউনিয়নবাসী গভীরভাবে শোকাহত। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক।। আমিন।।🤲🤲