শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:৫২ পূর্বাহ্ন

খানসামায় ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের মানুষের নিকট টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয়ের উদ্বোধন

 

চৌধুরী নুপুর নাহার তাজ
দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

দিনাজপুরের খানসামা উপজেলার ১নং আলোকঝাড়ী ইউনিয়নের খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের ব্যাবস্থাপনায় পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের মানুষের নিকট টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় এর শুভ উদ্বোধন করা হয়।

রবিবার সকালে খানসামা উপজেলা ইউএনও রাশিদা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী শুভ উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।

এসময় নিম্ন আয়ের মানুষের নিকট টিসিবির কার্ড প্রতি ২কেজি চিনি, ২কেজি মশুর ডাল ও ২ লিটার সয়াবিন তেল মোটঃ ৪৬০ টাকায় দেওয়া হচ্ছে। প্রতিটি পণ্যের মূল্য ধরা হয়েছে, চিনি কেজি প্রতি ৫৫ টাকা। মশুর ডাল কেজি প্রতি ৬৫ টাকা। সয়াবিন তেল লিটার প্রতি ১১০ টাকা।

এসময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, খানসামা থানার ওসি কামাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাইফুল ইসলাম, আলোজঝাড়ী ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মোকছেদার রহমান, উপজেলা আওয়ামী মৎস্য জীবী লীগের আহবায়ক সুশান্ত মহন্ত, যুগ্ম আহবায়ক সাজু ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ