বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০১:০৭ অপরাহ্ন

টাঙ্গাইলের ঘাটাইলে স্কুলছাত্রী বিয়ের প্রলোভনে ধর্ষণ। ধর্ষকের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

 

মোঃশরিফুল ইসলাম , টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে স্কুলছাত্রী বিয়ের প্রলোভনে ধর্ষণ।
ধর্ষকের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির
দাবীতে গ্রামবাসীর মানববন্ধন করেন। এ ব্যাপারে ধর্ষিতা শান্তনা আক্তার বাদী হয়ে টাঙ্গাইল কোটে মামলা দায়ের করেন।

বুধবার (৬ এপ্রিল) সকাল ১১টায় টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় আলুপাকুটিয়া গ্রামে এলাকা বাসী একই গ্রামের ধর্ষক রাসেলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

মামলা ও মানববন্ধনে ঘটনার বিবরণে জানা যায়,
৩১ মার্চ স্কুল পড়ুয়া ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে অতি গোপনে সিএনজি যোগে কাকড়াজান ইউনিয়নে ইন্দ্রাজানী বাজারের পাশে নাথুর চালা নামক জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে রাসেল পালানোর চেষ্টা করে। কিন্তু বিধি বাম অবশেষে জনতার হাতে ধরা পড়ে রাসেল।

স্থানীয় জনতা কাকড়াজান ইউনিয়ন পরিষদের সদস্য নাছির উদ্দীন মেজবাহ ও স্থানীয় আওয়ামী লীগের নেতা আব্দুল মান্নান দুইজন কে আলাদা রুমে আটকিয়ে রাখে এবং দুইজনের অভিভাবকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে ছেলের বাবা লাল মিয়া উপস্থিত হয়ে ২০ লাখ টাকার কাবিন দিয়ে বিয়ের আশ্বাস দিয়ে ঘটনাস্থল থেকে ছেলেকে নিয়ে আসে। পরবর্তীতে বিয়ে না করে প্রভাবশালী ছেলে পক্ষ বিভিন্ন হুমকি প্রদান করে।

এ ব্যাপারে ধর্ষিতা শান্তনা আক্তার বাদী হয়ে টাঙ্গাইল কোর্টে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে ধর্ষণ মামলা দায়ের করেন।
আলুপাকুটিয়া গ্রামের আ: লতিফের ছেলে মো: নাজমুল হোসেন বলেন, ঘটনা শতভাগ সত‍্য, ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করি।
দিগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন ফনি জানান, ধর্ষণের বিষয়টি জানা নাই এবং মানববন্ধন করেছেন কিনা তা জানি না।
মেয়ের মা মর্জিনা বেগম জানান, রাশেলের ভয়ে আমার মেয়ে স্কুলে যাইতে পারে না। অবশেষে আমার মেয়ের ক্ষতি করলো।। ওরা ধনি মানুষ তাই তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ