বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:০৫ অপরাহ্ন

ধৈর্য্যের মূর্ত প্রতীক হয়ে জয়ের টানা দ্বিতীয় ফিফটি

অপর প্রান্তে যখন ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল, তখন একপ্রান্তে ধৈর্য্যের চরম পরীক্ষা দিয়ে চলেছেন তরুণ ব্যাটার মাহমুদুল হাসান জয়। দক্ষিণ আফ্রিকার বোলারদের দেখেশুনে খেলে ১৭০ বল মোকাবিলা করে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন এ ডানহাতি ওপেনার।

চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে ২২৮ বলে ৭৮ রানের এক ইনিংস খেলেছিলেন জয়। সেদিন তিনি পঞ্চাশ পেরিয়েছিলেন ১৬৫ বল খেলে। আজ আরও পাঁচ বল বেশি খেলে ফিফটি করে সেটিকেও ছাড়িয়ে গেলেন জয়।

ডারবানের কিংসমিডে জয়ের ব্যাটেই আশার আলো দেখছে বাংলাদেশ দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১২৮ রান। স্বাগতিকদের প্রথম ইনিংসে করা ৩৬৭ রানের চেয়ে এখনও ২৩৯ রানে পিছিয়ে টাইগাররা।

আগেরদিন ৪৯ ওভার খেলে ৪ উইকেটে ৯৮ রান করেছিল বাংলাদেশ। আজ দিনের শুরুতেই সাজঘরের পথ ধরেন নাইটওয়াচম্যান হিসেবে নামা তাসকিন আহমেদ। অভিষিক্ত লিজাড উইলিয়ামসের বলে গালিতে দাঁড়িয়ে দারুণ এক ক্যাচ ধরেন উইয়ান মাল্ডার।

এরপর ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই পাল্টা আক্রমণ করতে থাকেন লিটন দাস। অপর প্রান্তে বরাবরের মতোই আস্থাশীল ব্যাটিং করেন মাহমুদুল জয়। প্রোটিয়া পেসারদের বাউন্সারে পুল-হুক করতে দুইবার ভাবেননি লিটন আর স্পিনার আসতেই খোলস ছেড়ে বের হন জয়।

অফস্পিনার সাইমন হার্মারের করা ইনিংসের ৬০তম ওভারের প্রথম বলে স্ট্রেইট ড্রাইভে বাউন্ডারি হাঁকিয়ে নিজের ফিফটি পূরণ করেন মাহমুদুল জয়। ততক্ষণে লিটনও করে ফেলেন ৩১ বলে ১৬ রান। এ দুজনের জুটিতেই এগুচ্ছে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ