শনিবার, ০৪ মে ২০২৪, ০৭:০৫ পূর্বাহ্ন

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের সাগরদী কলোনীতে -২ কর্মচারীর বিরুদ্ধে জাল সনদ নিয়ে চাকরীতে যোগদানের অভিযোগ।

 

স্টাফ রিপোটারঃ

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা সাগরদী কলোনীতে অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে চাকরীতে বয়সের তথ্যগোপন করে যোগদানের অভিযোগ উঠেছে, দুই জনের মধ্যে একজন হলো সংকর কুমার বর্তমানে চিফ অফিসে নিয়োজিত আছেন। আরেক জন হলো লক্ষন কুমার তিনিও বর্তমানে তত্বাবধায়ক প্রকৌশলীর গাড়ি চালক গত ২৪, ৫ ২১ তারিখে মোঃ জামাল তালুকদার নামে কেউ একটি লিখিত প্রমান সহ প্রধান প্রকৌশলী বরিশাল বিভাগ তার বরাবর ও মহা পরিচালক পাউবো ঢাকা অতিঃ মহাপরিচালক (প্রশাসন) দক্ষিণ রিজিওন পাউবো ঢাকা পরিচালক শৃঙ্খলা কর্মচারী উন্নয়ন /কর্মচারী পরিদপ্তর ঢাকা তত্বাবধায়ক প্রকৌশলী পওর সার্কেল বাপাউবো বরিশাল। এই অভিযোগের ভিক্তিতে সংকর ও লক্ষনের তথ্য বেড়িয়ে আসে থলের বিড়াল, সংকর ও লক্ষণ তারা সম্পর্কে দুই ভাই সংকর নিয়ম মাফিক বড় ভাই হলেও চাকরীতে প্রমান মিলে পিতাঃ পুএের বয়স কারন এখানেই গড়মিল সংকর কুমার মালীর জন্ম তারিখ ১৯ ৭১ সালে হলে নিয়ম অনুষারে তার ছোট ভাইয়ের বয়স আসে তার কম কিনতু বাস্তবে প্রমান মিলে তার ছোটভাই লক্ষণের জন্ম তারিখ হলো ২৪,৯,১৯ ৬৬ সাল। অনুসন্ধানে আরো পাওয়া যায় সংকরের ইউনিয়ন ওয়ারিশ সার্টিফিকেটে দেখা যায় বড় ভাই সংকর, কিনতু পানি উন্নয়ন বোর্ডর ওয়েব সাইটে দেখা যায় তারা জন্ম সনদ তথ্যগোপন করে চাকরীতে যোগদান করেন। ও লক্ষণের নামে নারী যৌন হয়রানির অভিযোগে তার বিষয়ে ডিবির কাছে তদন্ত চলমান আছে,একের পর এক অপরাধ করে পার পেয়ে যায় কি ভাবে এটাই ভাবনার হয়ে প্রশ্ন।হয়ে জাগিয়ে তোলে পানি উন্নয়ন বোর্ডের কর্মচারীর মধ্যে। লক্ষণের খুটির জোড় কোথায় তবে এ বিষয়ে লক্ষণ ও সংকরের কাছে যোগাযোগ করা হলে তাদের বক্তব্য পাওয়া যায়নি। গুনজন শুরু হয়েছে। লক্ষণ ও সংকরের জাল সার্টিফিকেট ও জন্ম তারিখের বিষয়ে ও গড়মিলের সম্পকে পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোঃ নুরুল ইসলামের সরকারী মোবাইল ফোনে কল করা হলে তাকে পাওয়া যায়নি, তবে তত্বাবধায়ক প্রকৌশলী (এসি) সবিবুর রহমানের কাছে সংকর ও লক্ষণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি নতুনে যোগদান করেছি। আমি এ বিষয়ে বেশি কিছু বলতে পারিনা, তবে তারা যদি জাল জালিয়াতি ও জন্ম সনদ দিয়ে চাকরীতে যোগদান করেন তা প্রমান হলে উর্ধ্বত্বন কর্মকর্তারা অবশ্যই ব্যবস্থা নিবেন বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ