শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:২১ অপরাহ্ন

৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ছে না ভোজ্যতেলের দাম

নানা কারণ দেখিয়ে আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর দাবি করছেন ব্যবসায়ীরা। তবে ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সময় চেয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তখন আন্তর্জাতিক বাজার পরিস্থিতি দেখে প্রয়োজনে দাম বাড়ানো বা কমানো হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

বুধবার সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, আমি ব্যবসায়ীদের অনুরোধ করেছি একটু সময় দিতে। আমরা আগামী ৬ তারিখ মানে ১৬ দিন পর বসে দাম বাড়ানোর প্রয়োজন হলে বাড়াবে আর কমানোর প্রয়োজন হলে কমাব। আপাতত দাম বাড়ছে না, বাজারে যে দাম রয়েছে, সেই মূল্যই বহাল থাকবে।

সবকিছু বিবেচনা করে যেটা সুবিধাজনক হয়, সেটি করা হবে বলেও এসময় জানান বাণিজ্যমন্ত্রী।

বৈঠক শেষে ব্যবসায়ীরা জানান, তারা বোতলজাত সয়াবিনের প্রতি লিটারের দাম ৩ টাকা ছাড় দিচ্ছেন। এ ১৫ দিন বোতলজাত তেলের দাম ১৬৮ থেকে ৩ টাকা ছাড়ে ১৬৫ টাকায় বিক্রি করা হবে।

বৈঠকে দেশের ভোজ্যতেলের ব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহ, ট্যারিফ কমিশন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ