মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৪:২৫ অপরাহ্ন

চাটখিলে সন্ত্রাসী মনির পুলিশের হাতে আটক। ওসি তদন্ত আহত

 

স্টাফ রিপোর্টারঃ নোয়াখালী জেলার চাটখিল শীর্ষ সন্ত্রাসী মনির হোসেন (৩৬) আজ রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সামনে ককটেল পাঠিয়ে মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করে।

এসময় খবর পেয়ে চাটখিল থানার ওসি তদন্ত হুমায়ন কবির সঙ্গীয় র্ফোস নিয়ে তাকে আটক করতে গেলে সন্ত্রাসী মনির পুলিশের উপর হামলা করে। এতে ওসি (তদন্ত) হুমায়ন কবির আহত হয়।

সন্ত্রাসী মনির উপজেলা বারইপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

বিভিন্ন সূত্রে জানা যায়, মনির দীর্ঘ দিন থেকে উপজেলার বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজি, ধর্ষন চেষ্টা সহ বিভিন্ন অপকর্ম করে আসছেন।

গত এক সপ্তাহে চাটখিল সরকারি কলেজে গিয়ে শিক্ষার্থীদের ইভটিজিং করে আসছেন।

এছাড়া ও ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে গিয়ে চাঁদা দাবি করে। এরপর ফেরিওয়ালার টাকা লুট করে নেওয়া সহ সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে মানুষকে হয়রানি করে আসছে। তার অস্ত্রের ভয়ে কেউ তার নাম প্রকাশ করতে চাচ্ছে না। স্থানীয় জনপ্রতিনিধি সহ সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ অনেকের সাথে আলাপ করে জানা যায়, সে নিজেকে জাতীয় সংসদের স্পীকারের নিকট আত্মীয় পরিচয় দিয়ে থাকে। অথচ খোঁজ নিয়ে জানা যায়, স্পীকারের পরিবারের সাথে তার কোন সম্পর্ক নাই। সে একজন সন্ত্রাসী। তার গ্রেফতারের খবর শুনে চাটখিল বাসী সস্তির নিঃশ্বাস ফেলেছে। এলাকাবাসী তার বিচার দাবি করেছে।

চাটখিল থানার নবাগত ওসি মো. গিয়াস উদ্দিন আটকের বিষয় নিশ্চিত করেন, তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ