বরগুনাগামী এমভি অভিযান-১০ নামক লঞ্চের অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ২৩টি অজ্ঞাত লাশ শনাক্ত করতে জেলা প্রশাসনের উদ্যোগে উপস্থিত ২৬ স্বজনদের নমুনা সংগ্রহ করেছে সিআইডির ফরেনসিক ডিপার্টমেন্ট।
সোমবার বেলা সাড়ে ৪টায় সিআইডির ফরেনসিক দল বরগুনা নিখোঁজদের স্বজনের ডিএনএ নমুনা সংগ্রহ শুরু করে।
সিআইডির ডিএনএ পরীক্ষক রবিউল ইসলাম বলেন, আমরা বরগুনায় এসেছি ৩৪ জনের ডিএনএ সংগ্রহ করতে। আজকে ২৬ জনের ডিএনএ নেওয়া হচ্ছে। আগামীকাল বাকিদের ডিএনএ নমুনা নেওয়া হবে। ডিএনএ নমুনা সংগ্রহের ১ মাস পরে অজ্ঞাতদের পরিচয় নিশ্চিত হবে বলে আশা করি।
এর অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত অজ্ঞাত ২৯ জনের লাশ দাফন করা হয় পোটকাখালী গণকবরে। এর মধ্যে ৬ জনের পরিচয় শনাক্ত করা গেলেও বাকি ২৩ জনকে শনাক্ত করতে গত ২৬ ডিসেম্বর রাতে স্বজনদের নমুনা দেয়ার আহ্বান জানিয়ে বরগুনার বিভিন্ন এলাকায় মাইকিং ও দুর্ঘটনার পরে নিখোঁজ স্বজন খুঁজে পেতে জেলা প্রশাসন কন্ট্রোল রুমে নাম ঠিকানা দিয়ে যাওয়া স্বজনদের টেলিফোন করে জেলা প্রশাসন। এতে ২৭ তারিখ পর্যন্ত ৩৪ জন ডিএনএ দেওয়ার জন্য আবেদন করেন এবং ডিএনএ স্যাম্পল দিতে ২৬ জন উপস্থিত হন।