বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
বাকেরগঞ্জ উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বেশ কয়েক মাস যাবত গরু চুরি ঘটনা শোনা যায়, সূত্রে জানা যায় বাকেরগঞ্জ রঙ্গশ্রী ইউনিয়নে দাওকাঠী গ্রামে কিছু গরু ব্যবসায়ী রয়েছে এদের সাথে কিছু সিন্ডিকেট একযোগে বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে রাতের আঁধারে জবাই করে বাজারে মাংস হিসেবে বিক্রি করতো, আবার কেহ বিভিন্ন এলকার বাজারে সাধারণ মানুষের মাঝে বিক্রি করে আসতো। বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলাউদ্দিন মিলন এর কঠোর অভিযানের মাধ্যমে এই চোরদের সনাক্ত করা হয়,এবং চোরের লিডার রানা৷ ও সোহাগ কে গ্রেপ্তার করতে সক্ষম হন।
বাকেরগঞ্জ উপজেলায় বিভিন্ন ইউনিয়নের গ্রাম থেকে এই চোরেরা গরু চুরি করে রাতের আঁধারে জবাই করে বাজারে মাংস হিসেবে বিক্রি করতো,আবার এক অঞ্চল থেকে অন্য যায়গায় এই গরু চালান করতো। বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলাউদ্দিন মিলন স্যারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাধারণ মানুষের একটাই দাবি এই গরু চোরদের আদালতে রিমান্ড চেয়ে বাকী ধরাছোঁয়ার বাইরে চোরের শেল্টার দাতা কে গ্রেফতারের দাবি জানাচ্ছে এলাকার সুশীল সমাজের লোকজন।