জহর হাসান সাগর সাতক্ষীরা প্রতিনিধিঃ
তেঁতুলিয়া যুব সংঘ তালা সাতক্ষীরা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য মোক্তার হোসেন এর চিকিৎসার জন্য সবাই এগিয়ে আসুন। তার চিকিৎসার জন্য ৭/৮ লাখ টাকার প্রয়োজন।
উল্লেখ্য গত ০২/০১/২০২২ তারিখে মোক্তার হোসেন জাতপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মুমূর্ষ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। বর্তমানে মোক্তার হোসেন খুলনা হেলথ কেয়ারে ভর্তি আছে। বুকের পাজোড়ের ৮ টা হাড় ভেঙ্গে গেছে, আর সেটা যেয়ে ফুসফুসে আঘাত পেয়েছে, বাম হাত ভেঙে গেছে মাথায় আঘাত লেগেছে আর পায়ের পেশিতে কোন মাংস নেই ঝলসে গেছে। ডাক্তার বলেছে, তার চিকিৎসা জন্য ৭/৮ লাখ টাকার প্রয়োজন। যাহা তার দারিদ্র্য পরিবারের পক্ষে বহন করা সম্ভব না। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছে তার পরিবার ।
#প্রয়োজনেঃ
01993-997647
বিকাশ পার্সোনাল
রাজু
( রোগীর আপন ছোট ভাই)