রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৪:৫৮ পূর্বাহ্ন

আগামী বছর আসছে পাঁচটি নতুন ম্যাক

মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল ২০২২ সালে পাঁচটি নতুন ম্যাক উন্মোচনে কাজ করছে। এর মধ্যে এন্ট্রি-লেভেলের ম্যাকবুক প্রো সংস্করণও থাকছে বলে জানা গেছে। ‘পাওয়ার অন’ নিউজ লেটারে থেকে জানা যায়, আগামী বছরে পাঁচটি নতুন ম্যাক উন্মোচন করা হতে পারে। এর মধ্যে একটি অ্যাপল সিলিকন সংবলিত উচ্চমানের ২৪ ইঞ্চির আইম্যাক, এম২ চিপসহ নতুন ডিজাইনের ম্যাকবুক এয়ার, আপডেটেড ম্যাক মিনি, নতুন সংস্করণের এন্ট্রি-লেভেলের ম্যাকবুক প্রো এবং অ্যাপল সিলিকনসহ নতুন ম্যাক প্রো থাকছে। অ্যাপলের আইম্যাক, ম্যাকবুক এয়ার, ম্যাক মিনি এবং ম্যাক প্রো আপডেট নিয়ে অনেক গুজব শোনা যাচ্ছে। সেখানে গারম্যান নতুন আরেকটি যুক্ত করলেন। এর আগে তিনি জানিয়েছিলেন, পরবর্তী প্রজন্মের এন্ট্রি-লেভেলের ম্যাকবুক প্রোতে একই এম২ চিপ থাকবে। এই চিপ পরবর্তী প্রজন্মের ম্যাকবুক এয়ারেও থাকবে। ম্যাক ছাড়াও গারম্যান আগামী বছরে ফাইভজিসহ নতুন আইফোন এসই, নতুন এয়ারপডস প্রো ইয়ারবাডস এবং অ্যাপলের প্রথম এআই ও ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট উন্মোচন হবে বলে প্রত্যাশা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ