মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পাতিলাসাঙ্গন কেন্দ্রে ভোটের আগের রাতে ৩৫০টি ব্যালটে সিল মারার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই কেন্দ্রে একঘণ্টা পর ভোটগ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের কথা থাকলেও ভোটগ্রহণ শুরুর আগে ব্যালট পেপার চেক করার সময় প্রায় ৩৫০টি জাল ভোট ধরা পড়ে। এ কারণে সঠিক সময়ে ভোটগ্রহণ শুরু হয়নি। পরে প্রার্থীদের সমঝোতায় এক ঘণ্টা পর ভোটগ্রহণ শুরু হয়।
স্থানীয় ওয়ার্ড সদস্য শরফ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, নৌকাসহ আরও কয়েকটি প্রতীকে জাল ভোট ধরা পড়ে। পরে প্রিসাইডিং অফিসারসহ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সেই ব্যালট পেপারগুলো ছিঁড়ে ফেলা হয়।
পাতিলাসাঙ্গন কেন্দ্রের প্রিসাইডিং অফিসার পিনাল কান্তি ঘোষ জানান, এ বিষয়টি সমাধান হয়ে গেছে।