দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃ মাহবুব হোসেন মেজরের তথ্য চিত্রের রিপটঃ
আজ ০২/০২/ ২২ ইং তারিখে দিনাজপুর-হাকিমপুর রেলওয়ে রুটের বিরামপুরে যাত্রীসহ প্রাইভেটকারকে ধাক্কা দিয়ে ৫০ গজ দূরে টেনে নিয়ে গেছে ট্রেন। এসময় ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন।
পুলিশ জানায়, নিহতদের একজন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া এলাকার হাফিজুর রহমান। অন্য নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
আজ সকাল পৌনে ৭টার দিকে বিরামপুর উপজেলার ঘোড়াঘাট রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় ওই এলাকায় কুয়াশা ছিল।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, প্রাইভেটকারে পার্বতীপুর থেকে জয়পুরহাটে যাচ্ছিলেন। সকাল পৌনে ৭টার দিকে বিরামপুর উপজেলার ঘোড়াঘাট রেলঘুণ্টি এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় পার্বতীপুরগামী একটি ট্রেন ওই প্রাইভেটকারকে ধাক্কা দিয়ে ৫০ গজ দূরে টেনে নিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তবে প্রাইভেটকারচালক দুর্ঘটনার আগে নেমে পালিয়ে যায় বলে স্থানীয়রা বলছেন।
এদিকে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। পরে ময়না তদন্তের জন্য তিনজনের লাশ দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।