মোঃ শহিদুল ইসলাম শহিদ
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
দেশের শীতার্ত মানুষের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসতে হবে। সকলে এগিয়ে এলে শীতার্ত মানুষের দুঃখ লাঘব হবে। অসহায় মানুষগুলো ঠান্ডা থেকে বাঁচতে পারবে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পূর্ব ডুমুরিয়া গ্রামে শীতার্ত দু’শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণকালে আলোচকবৃন্দ একথা বলেন।
ফুটন্ত ফুল সংঘের উপদেষ্টা রোটারিয়ান আবুল বশরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রোটারী ক্লাব অব চিটাগাং পার্লের প্রেসিডেন্ট রোটারিয়ান শিমুল বড়ুয়া। ফুটন্ত ফুল সংঘের সার্বিক সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের আইপিপি রোটারিয়ান শিমুল কান্তি বড়ুয়া, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান সপু বড়ুয়া, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড, রোটারিয়ান গোপাল পাল, রোটারিয়ান বীরবর বড়ুয়া, পিপি রোটারিয়ান শাওন পান্থ, রোটারিয়ান ব্যাংকার সুমন বড়ুয়া, রোটারিয়ান চিন্ময় বড়ুয়া মানস, রোটারিয়ান সুপংকর বড়ুয়া, ফুটন্ত ফুল সংঘের সভাপতি মোহাম্মদ আজাদ হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ তৈয়ব প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাবুদ খান জুয়েল। বক্তারা রোটারি ক্লাব অব চিটাগাং পার্ল এর এ উদ্যোগকে মানবতার সেবায় নিবেদিত একটি মহৎ উদ্যোগ বলে প্রশংসা করেন। তারা আরো বলেন, এ কার্যক্রমকে উদাহরণ হিসেবে বিবেচনা করে অন্যান্য বিত্তশালীদের এ ধরনের মহতী উদ্যোগ নিয়ে দরিদ্র ও শীতার্ত মানুষের সহযোগিতায় এগিয়ে আসলে সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোর কল্যাণ বয়ে আনবে।