আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-
একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে সুবর্ণচর উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ মহিলা নেত্রী রোকসানা কামাল চৌধুরী। একুশে ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে তিনি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী/ আমি কি ভুলিতে পারি’ গানের সুর বাজতে থাকে। পুষ্পস্তবক অর্পণের পর তিনি কিছুক্ষন দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।