শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:৫৩ পূর্বাহ্ন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকায় বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদকঃ

২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা গেন্ডারিয়া ৪৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় ফাউন্ডেশনের প্রচার সম্পাদক মোঃ ফরিদ গাজীর সঞ্চালনায় এবং শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা ও মহাসচিব মুহাম্মদ আলী।
এই সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাতৃভাষা আমাদের প্রাণের ভাষা আর এই ভাষার মান রক্ষায় প্রাণ দিয়ে গেছেন সালাম,বরকত, রফিক,জব্বার সহ আরও অনেকেই। আর এই ভাষা সৈনিকদের আত্মত্যাগের মাধ্যমেই বাংলা ভাষা প্রতিষ্ঠিত হয়েছে। তাই দেশের সকল ক্ষেত্রে ১০০% বাংলা লেখা প্রচলিত করতে পারলেই ভাষা সৈনিকদের আত্মা শান্তি পাবে বলে মেনে করেন তিনি।
এই সময় উপস্থিত ছিলেন, মানবিক পুলিশ এস আই নাছির, ফাউন্ডেশনের ঢাকা দক্ষিণের সমন্বয়ক ও গেন্ডারিয়া যুব মহিলা লীগের সভাপতি কাজল বেগম, মোঃ ইয়াছিন, সাদিয়া জাহান সহ অন‍্যান‍্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ