নিজস্ব প্রতিবেদকঃ
চকরিয়া আল কোরআন সংগঠন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। কোরআন প্রতিযোগীতায় গড় নাম্বার ৭৭.০২ পেয়ে প্রথম হয়েছেন ভরন্যারচর তালিমুল ইসলাম মাদ্রাসা,কৈয়ারবিল,চকরিয়া ছাত্র মো. জাহেদুল ইসলাম।
সোমবার (৭ডিসেম্বর ) দুপুর সাড়ে ১২টায়
চকরিয়া আল কোরআন সংগঠনের আহ্বায়ক শহিদুল ইসলাম ও পরীক্ষা নিয়ন্ত্রক
আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন।
ফলাফলে১ম, দ্বিতীয়, ৩য়,৪র্থ,৫ম সহ ৪২জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন।
কোরআন প্রতিযোগীতায় পরীক্ষা দিয়েছিলেন ১০টি মাদ্রাসার শিক্ষার্থী।
প্রায় ৩০০জন শিক্ষার্থীর মধ্যে ভরন্যারচর তালিমুল ইসলাম মাদ্রাসার ৪৩জন প্রতিযোগীর মধ্যে ৪২জন বৃত্তি পেয়ে প্রতিযোগীতায় অংশগ্রহণকারী ১০টি মাদরাসায় ৯টিকে পেছনে ফেলে ৪র্থ বারের মতো প্রথম স্থান অধিকার করেন।।
মাদ্রাসার মুহতামিম হাবিবুল্লাহ মিসবাহ বলেন,মাদরাসার শিক্ষার্থীদের এই সাফল্য অর্জনে আমরা খুবই আনন্দিত।।
সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি সকলের দোয়া চেয়েছেন।