বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৯ পূর্বাহ্ন

আসন্ন চরজুবলী ইউপি নির্বাচনে ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী বেলাল হোসেনের উঠান বৈঠক

 

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-

আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ৫নং চরজুবলী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী বেলাল হোসেনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় আবদুল হক মিয়ার বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে মেম্বার প্রার্থী বেলাল হোসেন বলেন, ভোট একটি পবিত্র আমানত। সকলের উচিত পবিত্র আমানতটি একজন যোগ্য ব্যক্তিকে দেওয়া। আমি আপনাদের সেবা করার প্রত্যয় নিয়ে এবার নির্বাচন করতে এসেছি। হতদরিদ্র, গরীব ও অসহায় মানুষের পাশে থেকে তাদের সেবা করতে চাই।

তিনি আরও বলেন, তিনি মেম্বার নির্বাচিত হতে পারলে চরজুবলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডকে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি আধুনিক মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো। আপনারা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। আগামী ৫বছর আপনাদের সেবা করে যাবো ইনশাআল্লাহ। তিনি মেম্বার নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপস্থিত জনগণও বেলাল হোসেনকে ভোট দিয়ে জয়যুক্ত করার আশ্বাস দেন। আব্দুল কাইয়ুম মাষ্টারের সঞ্চালনায় আমিন বেপারীর সহযোগিতায় উঠান বৈঠকে শতাধিক নারী ও পুরুষ ভোটার উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ