June 19, 2025, 11:20 pm

আসন্ন ৫নং চরজুবিলী ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মোরগ মার্কার সমর্থনে গনসংযোগ, মিছিল ও পথসভা।

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-

নোয়াখালী সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবিলী ইউনিয়নে আগামী ১০ফেব্রুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মাহবুবুল হক চৌধুরী (মোরগ মার্কা প্রতীকের) মোটরসাইকেল শোভাযাত্রা, গণসংযোগ, মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ফেব্রুয়ারী) সন্ধায় ৫নং চরজুবিলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মাহবুবুল হক চৌধুরীর মোরগ মার্কার সমর্থনে একটি বিশাল মিছিল ৯নং ওয়ার্ডের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে চরমহিউদ্দিন বাজারে মোরগ মার্কার নির্বাচনী অফিসের সামনে এসে শেষ হয় ।

এসময় জনতার উপস্থিতিতে মেম্বার প্রার্থী মাহবুবুল হক চৌধুরী বলেন,আমাকে আগামী ১০ তারিখে নির্বাচিত করলে আমি এই জনপদের মানুষের অসমাপ্ত কাজ করে উন্নয়নের ধারা অব্যাহত রাখব। আমি আপনাদের সন্তান , ভাই, একবার আপনাদের মুল্যবান ভোট মোরগ মার্কায় দিয়ে আমাকে নির্বাচিত করেন।
আমি আপনাদের ওয়াদা করছি ৯নং ওয়ার্ডবাসী উন্নয়ন থেকে কেও বিমুখ হবে না ইনশাল্লাহ।

উক্ত গনসংযোগ, শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, ৯নং ওয়ার্ডের সর্বস্তরের ভোটারগণ।



ফেসবুক
ব্রেকিং নিউজ