June 20, 2025, 7:31 am

আসন্ন ৫নং চরজুবিলী ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন আমির খসরু মাহমুদ।

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-

নোয়াখালী সুবর্ণচর উপজেলার ৫ নং চরজুবিলী ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ আগামী ১০ ফেব্রুয়ারী।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৫নং চরজুবিলী ইউনিয়নে নৌকার প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন সুবর্ণচর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক, তরুণ নেতা, চেয়ারম্যান পদপ্রার্থী আমির খসরু মাহমুদ।

ঢাকার গুলিস্তানে দলীয় কার্যালয়ে ফরম জমা দেন। মনোনয়ন ফরম জমাদানকালে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ সমর্থকরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে তিনি বলেন, ‘আসন্ন ইউপি নির্বাচনে অংশগ্রহণ করতেই দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছি। আমার বিশ্বাস, সবদিক বিবেচনা করে দল আমাকে মনোনয়ন দেবে।’



ফেসবুক
ব্রেকিং নিউজ