স্টাফ রিপোর্টাঃ-
২০২১ কে বিদায় জানিয়ে ২০২২ কে স্বাগত জানানোর মধ্য দিয়ে সুবর্ণচরবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন সুবর্ণচরের কৃতি সন্তান, কবি, সাহিত্যিকও সাংবাদিক আহসান হাবীব।
তিনি বলেন, নতুন দিনের আলো দূরে নিয়ে যাক নিকষ কালো নতুন সূর্য। নতুন বছর হোক নতুন শপথে চলার অঙ্গীকার।আগামীর দিনগুলো আমাদের জন্য হোক শান্তির, আনন্দের ও নিরাপদ। মানুষে মানুষে ভালবাসার বন্ধন সুদৃঢ় হোক। স্বাভাবিক জীবনের ছন্দে দেশ, পৃথিবী হোক আলোকিত। দেশের মানুষের জীবন হোক স্বস্তির, দীপ্তিময় ও নির্মল আনন্দের।
তিনি শুভেচ্ছা বার্তায় আরো বলেন, বিজয়ের মাস পেরিয়ে ইংরেজি ২০২১ সালকে বিদায় জানিয়ে নতুন করে করোনামুক্ত আগামীর সুস্থ, সুন্দর, স্বাভাবিক পৃথিবীর প্রত্যাশা রেখে ২০২২ সালে সবাইকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।
বিদায় বেদনার হলেও নববর্ষকে আমরা সবাই শুভেচ্ছা ও স্বাগত জানাই। সকল ভেদাভেদ ভুলে নতুন বছর কাটুক অনাবিল আনন্দে, সবাইকে আবারও জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা!