মোঃ শহিদুল ইসলাম(শহিদ)
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
নববর্ষ ২০২২ উপলক্ষে সকল শাখা, সম্মানিত সদস্য, সাংবাদিক, শুভান্যুধায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ।
শুক্রবার এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্জ্ শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেন, ভেসে যাক পেছনের সকল গ্লানি, ব্যর্থতা ও ভেদাভেদ। নতুন দিনের আশায় পুরানো সব খুনসুটি ভুলে ঐক্যবদ্ধ ভাবে সাংবাদিকদের কল্যাণে কাজ করার জন্য সদস্যদের প্রতি আহবান জানান। যাতে করে সাংবাদিক নির্যাতন মুক্ত বাংলাদেশ গড়ে ওঠে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা হয়।
নেতৃবৃন্দ সাংবাদিকদের মর্যাদা, দাবি ও অধিকার আদায়ে ১৪ দফা বাস্তবায়নে সকলকে আন্তরিক হওয়ার অনুরোধ করেন। একই সাথে মহান রাব্বুল আলামিনের নিকট নতুন বছরটি আরো সুন্দর-সুখময় হোক এই কামনা করেন।
এদিকে শনিবার ১ জানুয়ারী বিকেল ৩টায় সংগঠনের পুরানাপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বর্ষবরণ অনুষ্ঠিত হবে। সভায় সংগঠনের পক্ষ থেকে সকল পর্যায়ের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়।