বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৭ অপরাহ্ন

ইউরোপের স্যাটেলাইট হ্যাক করেছিল রাশিয়া

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরুতেই ইউরোপের স্যাটেলাইট ইন্টারনেট সেবা হ্যাক হয়েছিল। ২৪ ফেব্রুয়ারির ওই হ্যাকিংয়ের হোতা রাশিয়ার সামরিক বাহিনী বলে দাবি করছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

হ্যাকিংয়ের প্রভাব সম্পর্কে ইউক্রেন কর্তৃপক্ষ বিস্তারিত না জানালেও ধারণা করা হচ্ছে, যুদ্ধের শুরুতেই ক্ষতিগ্রস্ত হয়েছিল দেশটির সামরিক বাহিনীর যোগাযোগ ব্যবস্থা। হ্যাকিংয়ের ঘটনার প্রাথমিক ভুক্তভোগী ছিল যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট কোম্পানি ‘ভ্যায়াস্যাট’-এর ‘কেএ-এসএটি’ স্যাটেলাইট ব্রডব্যান্ড নেটওয়ার্ক। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার দিনেই সাইবার হামলার শিকার হয়েছিল স্যাটেলাইট নেটওয়ার্কটি। ওই হামলায় বন্ধ ছিল ভ্যায়াস্যাটের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা, এর প্রভাব পড়েছিল ইউক্রেইন এবং দেশটির আশপাশের অঞ্চলে। ঘটনার কয়েকদিন পর ভ্যায়াস্যাট কারণ ব্যাখ্যা করতে ‘সাইবার ঘটনার’ কথা বললেও, তার বিস্তারিত জানায়নি। ভ্যায়াস্যাট হ্যাক হওয়ার ফলে নিজ দেশের সামরিক বাহিনীর যোগাযোগ ব্যবস্থা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছিল সে প্রসঙ্গে মুখ খোলেননি ইউক্রেনের কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ