সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস মিউজিয়াম অব দ্য ফিউচার টু দ্য ওয়ার্ল্ড উদ্বোধন হচ্ছে। আগামী ২২ ফেব্রুয়ারি এ স্থাপনা উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। এক টুইট বার্তায় তিনি বলেন, ২২ ফেব্রুয়ারি পৃথিবীর সবচেয়ে সুন্দর স্থাপনা বিশ্বের কাছে উপস্থাপন করবে সংযুক্ত আরব আমিরাত।
২০২২ সাল আমাদের জাতির জন্য একটি ব্যতিক্রমী বছর হবে। দুবাই ফিউচার মিউজিয়াম আমিরাতের নির্মাণ প্রকৌশলের অংশ।
এটি দুবাইয়ের সৃজনশীল পরিবেশের একটি উপাদানের প্রতিনিধিত্ব করবে। যার লক্ষ্য প্রযুক্তি উন্নয়নের জন্য একটি বিশ্বব্যাপী কেন্দ্র হিসেবে আমিরাতকে উপস্থাপন করা।
পাশাপাশি আমিরাতকে সারা বিশ্বের শ্রেষ্ঠ আকর্ষণীয় স্থান হিসেবে প্রমাণ করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।