মোঃশরিফুল ইসলাম
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের এলেঙ্গায় লুৎফর রহমান মতিন মহিলা কলেজের২২তম প্রতিষ্ঠাবার্ষিকী কলেজ প্রাঙ্গনে উদযাপন করা হয়। ২৪শে মার্চ কলেজ কতৃপক্ষ এ আয়োজন করে।কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
লুৎফর রহমান মতিন মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা লুৎফর রহমান মতিন, এফবিসিসিআই পরিচালক মোঃ আবু নাসের, এলেঙ্গা পৌরসভার মেয়র মোহাম্মদ নূর এ আলম সিদ্দিকী, মির্জাপুর পৌরসভার মেয়র ও কলেজের প্রাত্তন ছাত্রী সালমা আক্তার শিমুল,নর্থ ওয়েষ্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের নির্বাহী পরিচালক প্রকৌশলী মোঃ আব্দুস সামাদ, নর্থ বেঙ্গল সুগারমিলের ম্যানেজিং ডিরেক্টর ও কলেজের দাতা সদস্য মোঃ হুমায়ুন কবির,দাতা সদস্য সেকান্দর আলী লেবু,শিক্ষক নেতা বাবর আলী তালুকদার প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন কলেজর সহকারী অধ্যাপক কাশীনাথ মজুমদার পিংকু।