মোঃশরিফুল ইসলাম , টাংগাইল প্রতিনিধি
টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় ভাবগাম্বির্যের মধ্যে দিয়ে অষ্টমীতে পূন্যচান অনুষ্ঠান পালিত হয়েছে।
গত ৯ এপ্রিল শনিবার ভোর থেকে দুরদুরান্ত থেকে পূর্নার্থীরা ভ্রমপুত্র থেকে বয়ে আসা কালিহাতি সদর ফটিকজানী দহে রতনগঞ্জে বংশাই, এলেঙ্গা লোহজং, টাঙ্গাইলের গারাই, নিউ ধলেশ্বরী নদী, পূর্নার্থীদের ভীড় ছিল লক্ষনীয়। পূন্য চানঁ শেষে কালিহাতি কেন্দ্রীয় জয়কালিবাড়ী মন্দিরে মোম আগরবাতি জালিয়ে দই চিড়া খেয়ে উপবাস ভাংঙ্গে। জানাযায়, যে পশুরাম তার গর্ব জননী মা কে আঘাত করতে গেলে কুঠাল আটকে ধরে। পশুরাম হিমালয় থেকে আস্তে আস্তে লাঙ্গল বন্ধে আসার পর কুঠাল হাত থেকে পড়ে যায়। সেই থেকে পশুরাম পাপ মুছুন করার জন্য যে জায়গায় কুঠাল খুলে যায় সেই জায়গাতে পূন্যচান স্থাপিত হয়েছে।